,

নবীগঞ্জে পুরুষরা কারাগারে থাকায় বাড়ির মহিলাদের গৃহবন্দি করে রাখার অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামে পুরুষরা কারাগারে থাকায় প্রতিপক্ষের লোকজন ওই বাড়ির মহিলাদেরকে গৃহবন্দি করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। সুত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুর রশিদ, আব্দুল মুকিত, আব্দুল হান্নান, মুহিত, রকিব, বশির তাদের লোকদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে প্রতিবেশী আব্দুল জলিলের। গত ৮ ডিসেম্বর আব্দুর রশিদ ও তার লোকজন আব্দুল জলিলের বিছরা দখল করতে গিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এ ঘটনায় আব্দুল লতিফের পুত্র কাওসার বাদি হয়ে রশিদ গংদের বিরুদ্ধে আদালতে মামলা করলে মামলাটি নবীগঞ্জ থানাকে রজুর নির্দেশ দেয়া হয়। এদিকে পরবর্তীতে আব্দুর রশিদের পক্ষে মুহিত বাদি হয়ে ১৩ ডিসেম্বর জলিল গংদের বিরুদ্ধে কাউন্টার মামলা করেন। এ মামলায় ২৮ ডিসেম্বর জলিলসহ ৪ জন আদালতে হাজির হলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। এ সুযোগে আব্দুর রশিদ গংরা বেপরোয়া হয়ে উঠে এবং জলিলের বাড়ি পুরুষশূণ্য থাকার কারণে তার বাড়ির চারদিকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে। এমনকি তার বাড়ির কয়েক লাখ টাকার বাঁশ ও বিভিন্নজাতের গাছ চুরি করে নিয়ে যায়। অবরুদ্ধ রাখার কারণে বাড়ি থেকে কোনো মহিলা কোথাও যেতে পারছেন না বলে অভিযোগ করেন ওই বাড়ির মহিলারা। যার কারণে তারা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, উভয়পক্ষের মাঝে মামলা মোকদ্দমা আছে। যদি গৃহবন্দি করে রাখা হয় অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর