,

নবীগঞ্জে চেক ডিজঅনার মামলায় এক সংরক্ষিত ইউপি সদস্যের স্বামী গ্রেফতার

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রুমি বেগমের স্বামী ইমামবাঐ গ্রামের মোঃ সাইদুর রহমানকে চেক ডিজঅনার মামলায় গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। মামলার সুত্রে জানা যায়, বাউসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ লুকমান উদ্দিনের ছেলে মোঃ এনাম উদ্দিনের কাছ থেকে সাদা চেক দিয়ে কয়েক মাস পূর্বে ৪ লক্ষ টাকা তিনি আনেন। এনাম উদ্দিন উদ্দিন সাইদুর রহমানের কাছে টাকা চাইতে গেলে তিনি দেই-দিচ্ছি বলে নানা রকম তালবাহানা করতে থাকেন। এ নিয়ে কয়েকটি শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে টাকা না পেয়ে মোঃ এনাম উদ্দিন হবিগঞ্জ আদালতে সাইদুর রহমানকে আসামী করে মামলা দায়ের করেন। উক্ত মামলায় গত বৃহস্পতিবার রাত ৮টায় ভূমিহীন জনতার বাজার থেকে মোঃ সাইদুর রহমানকে নবীগঞ্জ থানার এসআই সম্রাট গ্রেফতার করেন।


     এই বিভাগের আরো খবর