স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন বীর প্রতিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার দেবশ্রী দাস পার্লি, উপজেলা জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুর রহমান হারুন, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল, হিরা মিয়া গাল্স হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম, নবীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ সোলাইমান খান সহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় বক্তারা, নবীগঞ্জ উপজেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে প্রশাসনের যথাযথ ভুমিকা পালন ও আসন্ন পৌরসভা নির্বাচনকে অবাধ সুষ্ট ও নিরপেভাবে সম্পাদনে যথাযথ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।