,

নবীগঞ্জ পৌর নির্বাচন: শীতের মৌসুমে প্রার্থীদের নির্ঘুম প্রচারণা

নবীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে ৩ ॥ কাউন্সিলর পদে ৪৯ প্রার্থী

মোঃ সেলিম তালুকদার ॥ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনের বাকি আর মাত্র ৩ দিন। তিনদিন পর কে হচ্ছেন পৌর পিতা তা নিয়ে আলোচনার শেষ নেই শহরে। পৌরসভায় মেয়র পদে ৩, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী মিলিয়ে মোট ৫২ জন প্রার্থী ভোটের লড়াই চালিয়ে যাচ্ছেন এবার। গতকাল সোমবার দিনব্যাপী মেয়র ও কাউন্সিলর গণ পৌর এলাকার বিভিন্ন গ্রাম, হোটেল, রেস্তুরা সহ বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে যোগাযোগ রাখছেন সব সময়। তাদের বিজয় নিশ্চিত করতে তারা তাদের প্রচার প্রচারণায় দিন রাত ব্যস্ত রয়েছেন। শীতের মৌসুমে প্রার্থীদের নির্ঘুম প্রচারণায় শহরে ভোটের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। নবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৩ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ¦ ছাবির আহমেদ চৌধুরীর ধানের শীষ ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেল-এর নৌকা এবং একমাত্র স্বতস্ত্র প্রার্থী মাহবুবুল আলম সুমনের জগ প্রতীক নিয়ে লড়ছেন মাঠে। প্রত্যেক প্রার্থীর কর্মী সমর্থকদের ব্যাপক প্রচার প্রচারনা লক্ষ্য করা গেছে। এদিকে মেয়র প্রার্থীদের তাল মিলিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ। তারা প্রতিনিয়ত ভোটারদের ধারে ধারে গিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। কাউন্সিলর প্রার্থীরা তাদের নিজ নিজ ওয়ার্ডকে পৌরসভার মধ্যে উন্নত, আদর্শ ওয়ার্ড ও উন্নয়নের রুল মডেল হিসেবে গড়ে তুলার নির্মিত্তে বিভিন্ন ধরণের উন্নয়ন মূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।

 

নবীগঞ্জ পৌরসভায় মোট ৯টি ওয়ার্ডে নারী পুরুষ মিলে ১৮ হাজার ৮ শত ৭৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১নং ওয়ার্ডে মোটার সংখ্যা হচ্ছেন ২ হাজার ৫৮ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩ প্রতিদ্বন্ধি নির্বাচন করছেন। তাদের মধ্যে বর্তমান কাউন্সিলর মোঃ জাকির হোসেন (পানির বোতল), সাবেক কাউন্সিলর মোঃ মিজানুর রহমান (উটপাখি) ও মোঃ আক্তার উজ্জামান চৌধুরী রুহেল (টেবিল ল্যাম্প)। এই ওয়ার্ডের একমাত্র ভোট সেন্টার গন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২নং ওয়ার্ডে ৫ কাউন্সিলরের মধ্যে বর্তমান কাউন্সিলর মোঃ সুন্দর আলী (পাঞ্জাবী), আঃ ছোবহান (পানির বোতল), আকমল হোসেন আজাদ টিটু (টেবিল ল্যাম্প), এটি.এম রুবেল মিয়া (উটপাখি) ও মোঃ সাহেদুর রহমান (ডালিম)। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ২ হাজার ১ শত ৯৬ জন। একমাত্র ভোট সেন্টার হিরা মিয়া গার্লস হাই স্কুল। ৩নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন ৩ জন। তারা হলেন সাবেক কাউন্সিলর শাহ মোঃ রিজভী আহমেদ খালেদ (উটপাখি), মোঃ অহি চৌধুরী (টেবিল ল্যাম্প) ও মোঃ নানু মিয়া (পানির বোতল)। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ২ হাজার ৩০ জন। ভোট সেন্টার নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়। সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২ ও ৩নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন ৪ জন। তারা হলেন বর্তমান মহিলা কাউন্সিলর ফারজানা মিলন পারুল (আনারস), সাবেক মহিলা কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী (জবা ফুল), শামেলা বেগম (অটোরিক্সা) ও মোছাঃ স্বপ্না বেগম (চশমা)। ৪নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন ৫ জন। তারা হলেন বর্তমান কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব (টেবিল ল্যাম্প) সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ (উটপাখি) ও সমীরন দাশ (পাঞ্জাবী)। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ২ হাজার ২ শত ৬৬ জন। ভোট সেন্টার গয়াহরি সাকারি প্রাথমিক বিদ্যালয়। ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এটিএম সালাম (টেবিল ল্যাম্প) মোঃ লুৎফুর রহমান (পানির বোতল), মোঃ আমির হোসেন (উটপাখি) মোঃ সুহেলুজ্জামান লিপ্টন (পাঞ্জাবী) ও ইসমত আলী (ডালিম)। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ১ হাজার ৭ শত ৯৫ জন। ভোট সেন্টার রাজাবাদ কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়। ৬নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন ৫ জন তারা হলেন বর্তমান কাউন্সিলর জায়েদ চৌধুরী (ডালিম), শেখ মোঃ আবুল কাশেম (পানির বোতল), আল আমিন চৌধুরী (টেবিল ল্যাম্প), মঈনুল ইসলাম চৌধুরী (পাঞ্জাবী), মোঃ ইসলাম উদ্দিন চৌধুরী (উটপাখি)। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ১ হাজার ৭ শত ৮২ জন। একমাত্র ভোট সেন্টার চরগাঁও শেখ আমিনা বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হচ্ছেন ৫ জন, তারা হলেন বর্তমান মহিলা কাউন্সিলর মোছাঃ রুকেয়া বেগম (অটোরিক্সা), পূর্ণিমা রানী দাশ (আনারস), মোছাঃ তৈয়মুন্নেছা (জবাফুল), মোর্শেদা আক্তার নিতু (চশমা) ও রওশনারা বেগম (টেলিফোন)। ৭নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন ৩ জন, তারা হলেন বর্তমান কাউন্সিলর মোঃ কবির মিয়া (পানির বোতল), সাবেক কাউন্সিলর আলহাজ্ব রুহুল আমিন রফু (উটপাখি) ও ফখরুজ্জামান চৌধুরী বুলবুল (পাঞ্জাবী)।

এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ২ হাজার ২ শত ৫৮ জন। ভোট সেন্টার নহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন ৪ জন তারা হলেন বর্তমান কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ (টেবিল ল্যাম্প) সাবেক কাউন্সিলর সন্তষ দাস (পানির বোতল), দিব্যেন্দু ধর দীপন (উটপাখি) ও ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন চৌধুরী (ডালিম)। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ২ হাজার ১ শত ৪২ জন। ভোট সেন্টার শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৬ প্রার্থী। তাদের মধ্যে বর্তমান কাউন্সিলর মোঃ আলাউদ্দিন (টেবিল ল্যাম্প), শেখ শাহনূর আলম ছানু (ডালিম), মোঃ ফজল আহমদ চৌধুরী (পাঞ্জাবী), শাহ ফজলুল করিম (গাজর), শেখ জগলুল হাসান (পানির বোতল) ও শাফি মিয়া তালুকদার (উটপাখি)। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ২ হাজার ২ শত ৫০ জন। ভোট সেন্টার পূর্ব তিমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়নগর পৌর আইডিয়াল স্কুল। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন ৩ জন, তারা হলেন বর্তমান মহিলা কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম (আনারস), মোছাঃ শেলী বেগম (চশমা) ও মোছাঃ রাজিয়া বেগম (অটোরিক্সা)। নির্বাচন কমিশন সূত্রে জানা যায় কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডে মোঃ আব্দুল হাদী, ৪নং ওয়ার্ডে নিতেন দেব ও বিধান দেব তাদের মনোয়নপত্র প্রত্যাহার করেছেন।


     এই বিভাগের আরো খবর