গত রবিবার হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় প্রকাশিত ‘নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের বিশেষ বর্ধিত সভায় ইউপি নির্বাচনে ইমদাদুল হক চৌধুরীকে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের একাংশে প্রবাসী কমিউনিটি লিডার ও আওয়ামী লীগ নেতা শাহ শহীদ আলীকে জড়িয়ে যা লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। শাহ শহীদ আলীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার করছে।
প্রকৃত সত্য হচ্ছে, শাহ শহীদ আলী একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তার পিতা মৃত্যুর আগ পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। শাহ শহীদ আলী প্রায় ২০ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে দেশে সামাজিক সমাজসেবামূলক কর্মকান্ডের পাশাপাশি বিদেশের মাটিতে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনি যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি। তার ছোট ভাইয়েরাও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। শাহ শহীদ আলী বঙ্গবন্ধুর আদর্শ লালন করে ও পিতার অপূরণীয় স্বপ্ন পূরণে নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন। সেই লক্ষ্যে এলাকায় কাজ করে যাচ্ছেন। তিনি ও তার পরিবার যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত সেহেতু তিনি আওয়ামী লীগের দলীয় প্রতীকে মনোনয়ন প্রত্যাশা করেন। তার বিশ^াস আওয়ামী পরিবারের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনিই দলীয় মনোনয়ন পাবেন। এতে ভীত হয়ে ও তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার প্রতিপক্ষ তাকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি রজনীতির সাথে জড়িত বলে উল্লেখ করে মিথ্যা প্রচার প্রচারণা চালাচ্ছে। যা বানোয়াট ও হীন উদ্দেশ্য প্রণোদিত। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শাহ শহীদ আলী বা তার পরিবারের কোন সদস্যকে কেউ বিএনপির রাজনীতির সাথে জড়িত দেখাতে পারবে না। তাছাড়া মিথ্যা প্রচার প্রচারণা করে তাকে নির্বাচন থেকে সরাতে পারবে না। আমাদের বিশ^াস আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী লীগ নেতা শাহ শহীদ আলীকেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হবে এবং তিনি নির্বাচনে বিজয়ী হবেন। আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী
মুহিব হোসেন চৌধুরী
নবীগঞ্জ, হবিগঞ্জ।