জুয়েল চৌধুরী ॥ লাখাইয়ে মারামারি ও শ্লীলতাহানির মামলায় নৌ-বাহিনীর সদস্য ইসলাম উদ্দিন (২৫) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তিনি উপজেলার ভাদিকারা গ্রামের মৃত গাবরু মিয়ার পুত্র এবং চট্টগ্রামে কর্মরত আছেন। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৭ হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৯ মার্চ প্রতিবেশী বজলু মিয়ার পুত্র সোহেল ও তার স্ত্রী মাহমুদা আক্তার (২০) কে বেপরোয়াভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে ইসলাম উদ্দিন ও তার লোকজন। এক পর্যায়ে মাহমুদার শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। এ ঘটনায় সোহেল বাদি হয়ে লাখাই থানায় মামলা করতে গেলে নৌ-বাহিনীর সদস্য হওয়ায় পুলিশ মামলা নেয়নি। অবশেষে সোহেল ২৭ মার্চ বিজ্ঞ আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মামলা রুজু করার নির্দেশ দেন। এক পর্যায়ে নৌ-বাহিনীর সদস্য ইসলাম উদ্দিনের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। বারবার কোর্ট থেকে পুলিশকে পরোয়ানা তামিল করার জন্য নির্দেশ দেয়া হয়। অবশেষে পুলিশের তাড়া খেয়ে ইসলাম উদ্দিন গতকাল আদালতে আত্মসম্পর্ণ করে। বাদিপক্ষে মামলা পরিচালনা করেন এনএম শিবলী। কোর্টে আসা বিচারপ্রার্থীরা আশ^¯’ হয় যে আইনের উর্ধ্বে কেউ নয়। যেই অপরাধ করে তাদের বিচার হবে।