স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে নব-নিবার্চিত নবীগঞ্জ প্রেস ক্লাব ২০২১ সালের নব-নির্বাচিত কমিটি ও সদস্যবৃন্দের মতবিনিময় সভা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী,সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাকিল হোসেন, সাবেক সাধারন সম্পাদক সলিল বরণ দাশ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, বর্তমান সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য এম.মুজিবুর রহমান, এম.এ মুহিত, সদস্য মোঃ আবু তালেব, মোঃ নুরুজ্জামান ফারুকী, জাকির হোসেন চৌধুরী, মোঃ মুজাহিদ আলম চৌধুরী, তৌহিদ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক ছনি চৌধুরী, মোঃ নাবেদ মিয়া, প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ মহি উদ্দিন বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। তাই সমাজের চোখ হিসাবে দায়িত্বশীল থেকে সত্য, ন্যায়নিষ্ট ও পক্ষপাতহীনভাবে সংবাদ তৈরী করে মানুষের কাছে পৌছে দিতে হবে। তিনি বলেন, উপজেলা প্রশাসন সকল সাংবাদিকের কল্যাণে ও কাজে সবসময় সর্বোচ্চ সহযোগীতা করে যাবে।