,

পিছন থেকে মাথায় আঘাত করে বাহুবলে এক ব্যক্তির গরু বিক্রির টাকা ছিনতাইয়ের অভিযোগ

সংবাদদাতা ॥ বাহুবল উপজেলার রাবার সাইনবোর্ড নামক স্থানে এক ব্যক্তিকে পিছন থেকে মাথায় আঘাত করে গরু বিক্রির ২০ হাজার টাকা প্রকাশে ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় গরুর মালিক মকসুদ মিয়াকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার রাবার সাইনবোর্ড নামক স্থানে। আহত সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের উত্তর ভবানিপুর গ্রামের মকসুদ মিয়া(৪৫) নিজের পালিত একটি গাভী স্থানীয় চক-সুখচর গ্রামের এক ব্যক্তির কাছে ৬০ হাজার টাকা বিক্রি করেন। মকসুদ মিয়া চকসুখচর গ্রাম থেকে গরু বিক্রির ২০ হাজার টাকা নিয়ে ভবানীপুর নিজ বাড়িতে যাওয়ার পথে রাবার সাইনবোর্ড নামক স্থানে পৌছামাত্রই, পিছন থেকে তার মাথায় আঘাত করে সাথে থাকা ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় চকসুখচর গ্রামের রশিদ মিয়ার ছেলে জুবেদ মিয়া (৩০) এসময় মকসুদ মিয়ার সুর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় মকসুদ মিয়াকে সেখান থেকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার ১২ জানুয়ারী রাতে বাহুবল হাসপাতালে গেলে ছিনতাইকারী জুবেদ মিয়ার আঘাতে আহত মকসুদ মিয়া এসব কথা বলেন।


     এই বিভাগের আরো খবর