সংবাদদাতা ॥ বাহুবলে এক ধাদন ব্যবসায়ীর হামলায় সিদ্দেক আলী নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে, ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার গাজীপুর গ্রামে। জানা যায়, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া গাজীপুর গ্রামের দিনমজুর সিদ্দিক আলী, গত দুই বছর পূর্বে একি গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে আব্দুল হান্নান মিয়ার কাছ থেকে ৭০ হাজার টাকা ধাদন নেন।এসময় আব্দুল হান্নান সিদ্দিক আলীর কাছ থেকে কৌশলে একটি চেকপাতা ও হেন্ডনোট নিয়ে রাখে। এই চেকপাতা ও হেন্ডনোটের ভয়ভীতি প্রদর্শন করে আব্দুল হান্নান সিদ্দিক আলীর কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে দেয়। আরও এক লক্ষ টাকা দাবী করে হান্নান। এতে সিদ্দিক আলী অপারগতা প্রকাশ করলে আব্দুল হান্নান ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে গত সোমবার রাতে সিদ্দিক আলীকে মারধোর করে তার সাথে থাকা ১ লক্ষ টাকাও ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন সিদ্দিক আলীর লোকজন।সরেজমিনে বাহুবল হাসপাতালে গেলে সিদ্দিক আলীর লোকজন সাংবাদিকদের জানান, গত দুই বছরে আব্দুল হান্নানকে ২লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।তারপরও আরও এক লক্ষ টাকা দাবী করে আব্দুল হান্নান, সিদ্দিক আলী আর কোন টাকা পয়সা দিতে অপারগতা প্রকাশ করলে আব্দুল হান্নান ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে গত সোমবার রাতে সিদ্দিক আলীকে একা পেয়ে মারধোর করে,এসময় সিদ্দিক আলীর সাথে থাকা ১ লক্ষ টাকাও ছিনিয়ে নিয়ে যায় হান্নান ও তার লোকজন। এ ঘটনায় সিদ্দিক আলীর স্ত্রী মোছাঃ জলিকা বিবি বাদী হয়ে আব্দুল হান্নানকে অভিযুক্ত করে বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।