পিন্টু অধিকারী ॥ মাধবপুর উপজেলায় শাহজাহানপুর ইউনিয়নে বনগাঁও গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা’র ও পুলিশ সদস্যরা। আটককৃতরা হলো- ফরহাদপুর গ্রামের রমজান আলী ওরফে জজ মিয়ার ছেলে শামীম মিয়া, বানেশ্বর গ্রামের রোশন আলী ছেলে আকবর আলীকে আটক করেন। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে আমরা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।