,

মাধবপুরে এক মেয়র প্রার্থীর বিরুদ্ধে টোকেনে মদ বিতরণের অভিযোগ

সংবাদদাতা ॥ মাধবপুরে এক মেয়র প্রার্থীর বিরুদ্ধে টোকেনে মদ বিতরণের অভিযোগ উঠেছে। এনিয়ে পৌরসভায় চলছে আলোচনা- সমালোচনা। অভিযোগ সুত্রে জানা যায়, মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র ভাবে লড়ছেন আওয়ামী লীগ নেতা পঙ্কজ সাহা। পৌরসভার ৭নং ওয়ার্ডের মাছবাজার এলাকায় রয়েছে ওই প্রার্থীর একটি মদের পাট্টা। নির্বাচনে যুবসমাজকে তার পক্ষে আকৃষ্ট করতে প্রকাশ্যে ফ্রি টোকেনে বিতরণ করছেন তার পাট্টার মদ। শুধু তাই নয়, প্রকাশ্যে কালো টাকা বিতরণ করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় সুষ্টু নির্বাচনের পরিবেশ ও যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী

ও সচেতন মহল। পৌরসভার ৯নং ওয়ার্ডের নোয়াগাও এলাকার বাসিন্দা কালা মিয়া অভিযোগ করে জানান, ‘ওই প্রার্থী তার নিজের মালিকানাধীন পাট্টা  থেকে এলাকার যুবসমাজের মধ্যে ঢালাও ভাবে মদ বিতরণ করছেন। এমন কি তিনি ভোটারদের আকৃষ্ট করতে প্রকাশ্যে নগদ টাকাও বিতরণ করছেন।’

৬নং ওয়ার্ডের বাসিন্দা কাটিয়ারা এলাকার অপু পাল জানান, ‘কয়েক দিন ধরে পাট্টা থেকে ফ্রি টোকেনের মাধ্যমে মদ বিতরণ করছেন মেয়র প্রার্থী পঙ্কজ সাহা। এ সব টোকেনে কখনও নিজের কখনো তার ম্যানাজারের স্বাক্ষর দেয়া থাকে।’

৩ নং ওয়ার্ডের ফায়ার সার্ভিস এলাকার জনৈক বাসিন্দা নাম না প্রকাশ করার শর্তে জানান, ‘জেনে-শুনে একজন স্বীকৃত মাদক ব্যবসায়ীকে  জনপ্রতিনিধি হিসেবে মেনে নেয়া যায় না। যে নির্বাচনের আগেই মাদকে ভাসিয়ে দিচ্ছেন মাধবপুরকে। সে নির্বাচিত হলে যুবসমাজের কপালে কি আছে, তা সহজেই অনুমেয়।’

তিনি আরো জানান, দেশের অন্যতম মেরুদন্ড যুবসমাজকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ীর কবল থেকে মাধবপুর পৌরসভাকে নিরাপদ রাখতে হবে।


     এই বিভাগের আরো খবর