,

হবিগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

সংবাদদাতা ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ রাজিব মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার সহযোগি বড় বহুলা মোড়ল বাড়ির শহিদ মোড়লের পুত্র মাদক সম্রাট হান্নান মোড়ল (৪০) পালিয়ে গেছে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে ধৃত আসামি রাজিব ও পালিয়ে যাওয়া আসামি হান্নান মোড়লের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে। পুলিশ সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই রকিবুল হাসান ও মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে রাজিবকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। রাজিব অনন্তপুর এলাকার আব্দুস সহিদের পুত্র।


     এই বিভাগের আরো খবর