আবু তালেব ॥ নবীগঞ্জ উপজেলার ভিবিন্ন স্থানে জুয়া, মাদক ও গাজা সেবনের আড্ডা জমজমাট হয়ে উঠেছে। এসবের ফলে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ ভিবিন্ন অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলছে। এমনকি এলাকার স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থী ও যুবসমাজ বিপদগামী হচ্ছে। জুয়া, মাদকের আড্ডার পাশাপাশি ভিবিন্ন অনৈতিক কর্মকান্ড ও রঙ্গলীলা চলছে। শীত আসায় হাওরাঞ্চল শুকিয়ে যাওয়ায় সন্ধার পর থেকেই ত্রিপাল টানিয়ে জুয়া ও মাদকের আড্ডা বসে। এসব আড্ডায় ভিবিন্নস্থান থেকে যুবকরা যোগ দিচ্ছে। খোজ নিয়ে জানা যায়, উপজেলার চৌশতপুর, ভূবিরবাক, সাদল্লাপুর, এনাতাবাদ, ছালামতপুর, হালিতলা বাজার, গন্ধা মিল্লিক, জন্তরী, ইনাতগঞ্জ, কাজিরবাজার সহ নবীগঞ্জ পৌর এলাকার ভিবিন্নস্থানেও গভীর রাত পর্যন্ত মাদকের আসর, তাস, লুডু, ক্যারাম ও গাফলার মাধ্যমে জুয়া খেলার আড্ডা চলে। এসবের নেতৃত্ব দিচ্ছেন এলাকার কিছু প্রভাবশালী মহল। এ ব্যাপারে উর্ধ্বতন কতৃপক্ষের সু-দৃস্টি কামনা করছেন সচেতন মহল।