সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সরিষপুর গ্রামে একটি সড়কের ইট সলিংয়ের কাজ নিয়ে সংশ্লিষ্ট মেম্বার নজরুল ইসামের বিরুদ্ধে নয়-ছয় করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে গ্রামবাসী প্রতিকার চেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার উল্লেখিত গ্রামে কাবিকা-কাবিটা প্রকল্পের আওতায় প্রায় ১ লক্ষ ৮৭ হাজার টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে। প্রকল্পটি জামে মসজিদ হতে নুরুল হুদার বাড়ি পর্যন্ত কাজ করার জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানসহ গ্রামের মুরব্বীয়ানদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু ২নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম উক্ত প্রকল্পের টাকা আত্মসাৎ করার জন্য প্রকল্পটি পরিবর্তন করে জামে মসজিদ হতে ফয়জুর রহমানের বাড়ি পর্যন্ত সলিংয়ের প্রকল্প দাখিল করেন। অথচ মেম্বার নজরুল ইসলাম তার দাখিলকৃত প্রকল্পে যে জায়গার কথা উল্লেখ করেছেন সেখানে পূর্ব থেকেই ইট সলিং করা আছে। তার অসৎ উদ্দেশ্য চরিতাত্র করার লক্ষ্যে প্রকল্প দাখিল করার পর গত ১১ জানুয়ারী গভীর রাতে চলমান ইট সলিং রাস্তার বেশ কয়েক জায়গা হতে ইট তুলে মেম্বার নজরুল ইসলামের ভাই ফয়জুল ইসলামের একটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। যা গ্রামবাসী ফজরের নামাজ পড়তে আসার সময় দেখতে পেয়েছেন। বিষয়টি গ্রামবাসী ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন। প্রকল্পের টাকা আত্মসাৎ করতেই প্রস্তাবিত জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে ভাল রাস্তার ইট তুলে মেম্বার নজরুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন দেখানোর অপচেষ্টা চালাচ্ছেন। তাই গ্রামবাসী প্রকৃত জায়গায় প্রকল্প বাস্তবায়ন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তার কাছে দাবী জানিয়েছেন।