সংবাদদাতা ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামে হাজেরা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা পানিতে পড়ে মারা গেছেন। গতকাল রবিবার দুপুরে তিনি বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। ঠান্ডার কারণে তিনি কাপতে কাপতে পানিতে পড়ে ডুবে যান। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের ছিদ্দিক আলীর স্ত্রী। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেছে।