সংবাদদাতা ॥ ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে প্রতিপালন করতে মানব-সেবা সোসাইটি অসহায় ও দরিদ্র পরিবারদের মাঝে কম্বল বিতরণ করেছে। গতকাল সোমবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের শাহী ঈদগাহে প্রত্যেক ওয়ার্ডের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১২০টি কম্বল বিতরণ করা হয়। এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অসহায় অসুস্থ এক শিশুকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। মোঃ সাদেক আহমেদের সঞ্চালনায় এবং পানিউমদা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ শাহ দারাজ, আনিছ মিয়া, আব্দুল মালেক, মুহিত মিয়া, মনসুর আলম, মহসিন মিয়া, ডিএসবি আব্দুল মোহাইমিন চৌধুরী। এসময় উপস্থিত অতিথিবৃন্দ মানব-সেবা সোসাইটির সদস্যদের মধ্যে তাদের অফিসিয়াল জার্সি উন্মোচন করেন। অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নিবেদিত প্রাণ মজুল আহমেদ, ড. শাহজাহান, আজহার পারভেজ, ওয়াজেদ আলী, সাংবাদিক আশরাফুল, রুমন, শাওন, জাকারিয়া জীবন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মানবতার সেবায় মানব-সেবা সোসাইটি একটি আলোকমশাল হিসাবে দায়িত্ব পালন করছে। আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’