,

নবীগঞ্জে র‌্যাবের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ র‌্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)’র অভিযানে মৃত্যুদন্ডপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ফয়সাল মিয়া (৩৫) উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মর্তুজ মিয়ার ছেলে। র‌্যাব সুত্রে জানা যায়, গতকাল সোমবার
দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)’র লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরিফুল ইসলাম ও এএসপি আফসান-আল-আলম’র নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট থেকে পলাতক আসামী ফয়সল মিয়াকে গ্রেফতার করা হয়। ফয়সল মিয়ার নামে নবীগঞ্জ থানার মামলা নং-৪৪/২৬১, তারিখ ২২শে জুন ২০০৮। ধারা -১৪৭/১৪৮/১৪৯/৩৪১/৩০২, পেনাল কোড ১৮৬০। পরে র‌্যাব তাকে নবীগঞ্জ থানায় প্রেরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান।


     এই বিভাগের আরো খবর