,

বানিয়াচংয়ে আত্মীয়ের বাড়িতে এক ব্যক্তির মৃত্যু

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে আত্মীয়ের বাড়িতে নাজির ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে আজমিরীগঞ্জ উপজেলার ঘরদাইর গ্রামের আমান উল্লার পুত্র। জানা যায়, গত সোমবার দুপুরে ওই গ্রামের আতাব আলীর বাড়িতে বেড়াতে আসে নাজির মিয়া। ওইদিন রাতযাপনও করে। গতকাল সকালে খাবার পর সে বমি করতে থাকে। আতাব আলী উত্তর সাঙ্গর বাজারের একটি ফার্মেসী থেকে ওষুধ এনে দেয়। ওষুধ সেবনের পর সে আরও অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ডাক্তার জানিয়েছেন ফুড পয়জনিং হতে পারে। খবর পেয়ে সদর থানার এসআই আব্দুর রহিম লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন। পুলিশ জানিয়েছে মৃত্যুর কারণ জানা যায়নি।


     এই বিভাগের আরো খবর