সংবাদদাতা ॥ শায়েস্তাগঞ্জে মোটর ও বাই সাইকেল চুরির হিড়িক পড়েছে। প্রায়ই বিভিন্ন এলাকা থেকে এসব চুরি হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জ সোনালি ব্যাংকের সামন থেকে বাইসাইকেল চুরির সময় জাহিদ মিয়া (১৬) নামের এক চোরকে আটক করেছে জনতা। পরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করা হয়। সে বানিয়াচং উপজেলা সদরের বিথঙ্গল গ্রামের আব্দুল গফুরের পুত্র বলে জানা গেছে।