সংবাদদাতা ॥ শায়েস্তাগঞ্জে ডাকাতির চেষ্টাকালে ডাকাত সর্দারসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত মধ্যে রাতে উপজেলার বিরামচর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বুরাইয়া গ্রামের গেদু মিয়ার ছেলে ডাকাত সর্দার মুক্তার মিয়া ও একই এলাকার ইসহাক উল্লাহর ছেলে বাবুল মিয়া। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই ওই স্থানে একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে দুই ডাকাতে আটক করি। তবে অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের ধরতে অভিযান চলছে।