সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩য় তলায় এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এফ.এ.এম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান। এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, উপজেলা স্বাস্থ্য পঃপঃ ডাঃ ইশতিয়াক মামুন, উপজেলা প্রকৌশলী জুলফিকার চৌধুরী, শাহজাহান ইউপি চেয়ারম্যান বাবুল খান, চৌমুহনী ইউনিয়ন চেয়ারম্যান আপন মিয়া, চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ, চেয়ারম্যান ফারুক পাঠান প্রমুখ।