বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা বিএনপির কাউন্সিলের ছবি তুলায় বাহুবল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুমের হাতে থাকা মোবাইল কেড়ে নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় কাউন্সিলের ভোট কেন্দ্রের ভিতরের অগোছালো ভোট গ্রহণের ছবি তুলায় তিনি সাংবাদিকের মোবাইল কেড়ে নেন। পরে তিনি মোবাইল ফোন ফেরত দেন। জানা গেছে, বাহুবল উপজেলা বিএনপির কাউন্সিল চলছিল। নেতা নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রের ভিতর ভোটার ছাড়াও বিভিন্ন ধরনের নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন। এ খবর পেয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত হন। পরে ছবি তুলতে গেলে সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুমের হাতে থাকা মোবাইল কেড়ে নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তার এমন আচরণে ক্ষুব্ধ বাহুবলের সাংবাদিকরা।
প্রসঙ্গত, দীর্ঘ এক যুগ পর বাহুবল উপজেলা বিএনপির কাউন্সিল চলছিল। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।