সংবাদদাতা ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে অসচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ওই এলাকার স্বাধীন স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থার কর্মকর্তা মোতাব্বির হোসেন কাজল ও আব্দুল কাইয়ূম তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তারা জানান, নতুন
ব্রীজ যাত্রী ছাউনির পাশে অচেতন অবস্থায় ওই ব্যক্তি পড়েছিলেন। তাকে দেখতে পেয়ে তারা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। তারা জানান, ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।