পিন্টু অধিকারী : আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে মাধবপুর উপজেলায় ৪৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশের ভূমিহীন-গৃহহীনদের দুই ঘর বিশিষ্ট ৬৬ হাজার পাকা বাড়ির চাবি বুঝিয়ে দেন। গতকাল শনিবার সকালে উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে ভ‚মিহীন ও গৃহহীনদের ঘর হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে মাধবপুরে ৪৬ টি পরিবারকে ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহাজাহান,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দীন আহমেদ ও ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দীন তালুকদার ওয়াসীম। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান জানান, “মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলায় গৃহহীন ও ভ‚মিহীন ‘ক’ তালিকাভূক্ত ১০২টি পরিবারের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৫০টি পরিবারকে সরকারি খাস জমিতে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে।