নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নে চন্দ্রনিয়া গ্রামবাসীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে, উক্ত খেলাটি রেফারি দিয়ে অনুমতি ছাড়াই পরিচালনার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে, ঐ খেলায় রেফারির ভুল সিদ্ধান্তর কারণে খেলোয়াড়দের মাঝে হট্রোগোল সৃষ্টি হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় চন্দ্রনিয়া গ্রামের যুবকরা প্রতিবেশী বালিচাপড়া গ্রামের খেলোয়াড়দের পক্ষ নিয়ে ডুবাঐ একাদশ টিম এর খেলোয়াড়দের মারধোর করার অভিযোগ উঠেছে। রেফারির বিরুদ্ধে, এ ঘটনায় বাহুবল ও আশপাশের কয়েকটি গ্রামের মধ্যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এ নিয়ে যে কোন সময় সংঘর্ষের আশংকার বিরাজ করছে, গত শুক্রবার ২২শে জানুয়ারী ডুবাঐ একাদশ বনাম বালিচাপড়া একাদশের মধ্যে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় রেফারি ছিলেন পল্লী চিকিৎসক সাইদুল ইসলাম, বাহুবলের বাছাই করা খেলোয়াড়েরা ঐ খেলায় অংশগ্রহণ করেন, খেলার শুরু থেকেই রেফারির পক্ষপাতের অভিযোগ করেন ডুবাঐ একাদশের খেলোয়াড়রাই, এ নিয়ে রেফারির সাথে কথা-কাটাকাটি হয় ডুবাঐ একাদশ খেলোয়াড়দের, এ সময় রেফারি ও চন্দ্রনিয়া গ্রামের স্থানীয় যুবকরা ডুবাঐ একাদশের খেলোয়াড়দের মারধোর করে বলে অভিযোগ করেছেন ডুবাঐ একাদশের খেলোয়াড়েরা। এ ঘটনায় বাহুবল সদর সহ কয়েকটি গ্রামে এক উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এ নিয়ে যে কোন সময় মারাত্মক সংঘর্ষের আশংকা ঘটার সম্ভাবনা বিরাজমান বলে মনে করছেন সচেতন মহলের লোকজন। অবিলম্বে এ খেলা বন্ধ করা না হলে এর দায় দায়িত্ব কমিটির লোকজনকেই নিতে হবে বলে জানান বাহুবলের খেলোয়াড়েরা।