জুয়েল চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার বিভিন্ন বাসায় অসামাজিক কার্যকলাপসহ জুয়া ও মাদকের আসর বসার অভিযোগ পাওয়া গেছে। ফলে ওই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এলাকাবাসী বারবার নিষেধ করার পরও তা উপেক্ষা করে দিনে রাতে চলছে এসব অসামাজিক ব্যবসা। এতে একদিকে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে চুরি, ছিনতাইসহ নানান অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন, ওই এলাকার একটি বাসায় এক নারী ও বাসার মালিক মিলে সন্ধ্যার পর থেকেই অসামাজিক কাজসহ জুয়া ও মাদকের আড্ডা জমায়। এখানে যোগ দেয় উঠতি বয়সের যুবকরা। টাকা যোগাড়ের জন্য জড়িয়ে পড়ছে চুরি ছিনতাইয়ে। এব্যাপারে পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।