সংবাদদাতা ॥ শায়েস্তাগঞ্জে ধর্ষন মামলার আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানায়ায়, গতকাল রবিবার গোপন সংবাদদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম, এস আই মোঃ জসিম উদ্দিন, এএসআই বিধান রায় সহ একদল পুলিশ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের আয়েজ আলীর ছেলে ধর্ষণ মামলার আসামী মোঃ শিপন মিয়া (২০) মাধবপুর উপজেলার ফতেহপুরগ্রামের আবুল হোসেনের ছেলে মারমারি মামলার আসামী জাহিদুল ইসলাম বিপ্লব (২৫), উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের বাকরপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে জি আর মামলার আসামী রতন মিয়া (৩০), একই ইউনিয়নের রাবনডুবি গ্রামের সানু মিয়ার ছেলে সিআর মামলার আসামী মোঃ ছোরাব আলী (৩৫)কে গ্রেফতার করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন রাত থেকে দুপুর পর্যন্ত অভিযান করে ধর্ষন মামলার আসামীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।