সংবাদদাতা ॥ শায়েস্তাগঞ্জে ৩ শতাধিক সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন। গতকাল রবিবার দুপুরে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন হবিগঞ্জের সিইও নাসির হোসাইন তানভিরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী সাইফুল ইসলাম মহালদার, বিশিষ্ঠ ঠিকাদার মুশাহিদ তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাহমুদুর রহমান মামুন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম বলেন দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জেও এখন প্রচন্ড শীত। তীব্র শীতে নিম্ন আয়ের মানুষের গুলো খুবই কষ্টে দিন যাচ্ছে। আমরা সরকাররের পক্ষ থেকে ইতিমধ্যে কম্বল বিতরণ করেছি। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন হবিগঞ্জ টিমের সদস্য আল আমিন সাইফি।