জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বাগনীপাড়া গ্রামে স্কুলছাত্রীকে বেধে মারপিট করে নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় আয়েশা আক্তার ইতি (১৭) নামের ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে। এদিকে দিনদুপুরে এমন ঘটনা ঘটায় গ্রামজুড়ে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এ নাটক সাজানো হয়েছে। আবার কেউ বলছে, প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এরকম হতে পারে। তবে পুলিশ বলছে বিষয়টি রহস্যজনক এবং মূল রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে। ছিনতাই কিংবা চুরির ঘটনা নয়। ওই ছাত্রী বাগুনিপাড়া গ্রামের চা পাতা ব্যবসায়ী টেনু মিয়ার কন্যা। সদর থানার ওসি হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণ করেন। স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের টেনু মিয়া পেশায় চা পাতা ব্যবসায়ী। গত শনিবার সকালে তার স্ত্রী রাবেয়া খাতুনকে নিয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শশুর বাড়িতে বেড়াতে যান। কিন্তু বাড়িতে তার কিশোরী কন্যাকে একা রেখে যান। বিকাল তিনটার দিকে জনসমাগম ওই বাড়িতে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে আয়েশা আক্তারকে হাত পা মুখ বেধে মারিপিট করে নগদ টাকা নিয়ে চলে যায়। ওই ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করে। অপর একটি সূত্র জানিয়েছে ওই ছাত্রীর পিতা টেনু মিয়া ভারতের চোরাই পথ চা পাতা এনে বিক্রি করে। এ নিয়ে কারো সাথে শত্রুতা থাকতে পারে। আবার প্রেম সংক্রান্ত ঘটনাও হতে পারে। বিষয়টি পুলিশকে জানালে সদর থানার ওসি মাসুক আলী হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণ করেন। তবে তিনি জানান, বিষয়টি সরেজমিনে পুলিশ তদন্ত করেছে। প্রাথমিক অবস্থায় কোনো ছিনতাই বা চুরির আলামত পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে এটি একটি রহস্যজনক ঘটনা। এ বিষয়ে তদন্ত চলছে। অচিরেই মূল রহস্য উদঘাটন করা হবে। এ ছাড়া এখনো কোনো অভিযোগ দেয়া হয়নি।