,

ইনাতগঞ্জ-রানীগঞ্জ সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত ॥ সিলেট প্রেরণ

সংবাদদাতা ॥ ইনাতগঞ্জ-রানীগঞ্জ সড়কে সিএনজি (অটোরিক্সা) দুর্ঘটনায় তারেক মিয়া(৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত তারেক নবীগঞ্জের সীমান্তবর্তী পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের আনর উদ্দিনের পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা সাড়ে ১২টা সময় আহত তারেক ইনাতগঞ্জ-রানীগঞ্জ সড়কের মা ফাতেমা মাদ্রাসার নিকটে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ইনাতগঞ্জগামী একটি সিএনজি( অটোরিক্সা) তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইনাতগঞ্জ চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসলে ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইনাতগঞ্জ ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমনান।


     এই বিভাগের আরো খবর