,

নবীগঞ্জে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ প্রতিনিধি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার নদীর জায়গার উপর থেকে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার নদীর জায়গার উপর অবৈধ ভাবে ৩টি পাকা ঘর নির্মান করে রাতে মাদকের আসর ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল একটি চক্র। পরবর্তীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয় নিয়ে আলোচনা হয়। এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়। আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে ও নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগীতায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এক্সেভেটর মেশিন দিয়ে বিজনার নদীর জায়গার উপর নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় প্রশাসন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন- অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।


     এই বিভাগের আরো খবর