,

বাংলাদেশ হিন্দু যুব পরিষদ নবীগঞ্জ পৌর শাখার কমিটি গঠন

রিপন সভাপতি, অনকুল সেক্রেটারি, রুবেল সাংগঠনিক

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু যুব পরিষদ নবীগঞ্জ পৌর শাখার ৫১ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল বাংলাদেশ হিন্দু যুব পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পান্না কুমার শীল ও সাধারণ সম্পাদক গৌতম দাশ গুপ্ত রাহুল এ কমিটির অনুমোদন দেন। কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি রিপন দেব, নির্বাহী সভাপতি মলয় চক্রবর্ত্তী, সহ-সভাপতি যথাক্রমে জয়ন্ত চক্রবর্ত্তী, অপু আচার্য্য, যুব দাশ, গৌরাঙ্গ দেব, পলাশ বনিক, বাপ্পী চৌধুরী, সাধারণ সম্পাদক অনুকুল দাশ, মূখপাত্র হিরন দাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মান্না বাগচী, যুগ্ম সাধারণ সম্পাদক রুপক দাশ ও প্রনয় কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক রুবেল দাশ, সহ সাংগঠনিক সম্পাদক নারায়ন চক্রবর্ত্তী ও কিশোর দেব, অর্থ সম্পাদক লক্ষন দাশ, প্রচার সম্পাদক প্রনয় চন্দ্র দাশ (সানী), সহ প্রচার সম্পাদক বিধান সাহা, সাংস্কৃতিক সম্পাদক তপু সূত্রধর, সহ সাংস্কৃতিক সম্পাদক দ্বীপ শংকর রায়, দপ্তর সম্পাদক শংকর দাশ, সহ দপ্তর সম্পাদক গুরুপদ দাশ শ্রীপদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অশক চক্রবর্ত্তী, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় চক্রবর্ত্তী, ছাত্র বিষয়ক সম্পাদক সাজন রায়, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল পাল, মহিলা বিষয়ক সম্পাদক সীমন্তি ভট্রাচার্য্য, সহ মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী সূত্রধর, মঠ ও মন্দির বিষয়ক সম্পাদক টিটু আচার্য্য, সহ মঠ ও মন্দির বিষয়ক সম্পাদক মিঠুন দেব, শিক্ষা ও গভেষনা সম্পাদক অনিক দাশ, সহ শিক্ষা ও গভেষনা সম্পাদক শুভ্র দাশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পূর্ন রায়, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অজয় দাশ, ধর্ম বিষয়ক সম্পাদক অলক আচার্য্য, সহ ধর্ম বিষয়ক সম্পাদক পিকলু দাশ, আইন বিষয়ক সম্পাদক শাওন দাশ চন্দন , মানবাধিকার বিষয়ক সম্পাদক সুদিন দাশ, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক কিশোর দেব, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জীবন দেব, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অনুপ আচার্য্য, ক্রীড়া বিষয়ক সম্পাদক রিদয় দেব, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক নয়ন দেব, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক অলক আচার্য্য, কার্যকরী সদস্য নীলমনি দাশ, তারেশ দাশ, সুষেন দাশ, তপন দেব, সঞ্জয় দেব, লিপ্টু সরকার।

 


     এই বিভাগের আরো খবর