,

পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি পাগলেও বিশ্বাস করবে না -তথ্যমন্ত্রী

সময় ডেস্ক ॥ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘দুর্নীতি ধারণা সূচকে’ পাকিস্তানের চেয়েও বাংলাদেশের অবস্থান খারাপ- তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। তথ্যমন্ত্রী বলেন, অন্য এনজিও’র মতো টিআই তাদের সংস্থা পরিচালনার জন্য যারা অর্থ যোগান দেয় তাদের স্বার্থ দেখে। আর তাদের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের চেয়েও বাংলাদেশে দুর্নীতি বেশি, এটা পাগলেও বিশ্বাস করবে না। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে সরকারি বাসভবনে বার্লিনভিত্তিক এনজিও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত গত বছরের (২০২০ সালের) ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)’ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। টিআই সম্প্রতি এ প্রতিবেদন প্রকাশ করেছে। ড. হাছান মাহমুদ টিআই’র প্রতিবেদনটি দেখেছেন উল্লেখ করে বলেন, সেখানে বলা হয়েছে- বাংলাদেশ আগের স্থানেই আছে। কিন্তু অন্যদের স্কোর ভালো হওয়ায় তাদের মতে দু’ধাপ নিচে নেমেছে। তবে বাংলাদেশের অবস্থান আসলে নিচে নেমেছে, না তাদের পদ্ধতিগত ত্রুটির কারণে এটি হয়েছে, সেটিও একটি বিষয়। কারণ তাদের পদ্ধতিগত নানা ত্রুটির কথা আমাদের জানা। তিনি বলেন, টিআই একটি এনজিও। এর প্রতিবেদন আমাদের দেশে যেভাবে প্রচার হয়, পাশের দেশেও এত গুরুত্ব দিয়ে তা ছাপা হয় না। অন্যান্য এনজিও যেভাবে চলে, তারাও সেভাবে দাতা প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে চলে এবং ফান্ডদাতাদের স্বার্থও টিআইকে সংরক্ষণ করতে হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান তার বাসভবন থেকে জুমে নিজ উপজেলা রাঙ্গুনিয়ায় শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন।
এ সময় তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে দেশের ঐতিহ্য সংরক্ষণের শ্রেষ্ঠ চর্চা হিসেবে বর্ণনা করে বলেন, শিল্প-সংস্কৃতির চর্চা জঙ্গি ও উগ্রবাদী ধারণা থেকে মানুষকে মুক্ত রাখতে বড় ভূমিকা রাখে। রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন বড়ুয়ার এতে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।


     এই বিভাগের আরো খবর