সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলায় শীতের তীব্রতা বেড়েছে। কয়েকদিন ধরে শীত জেঁকে বসায় জনজীবনে এর প্রভাব পড়েছে। ঘন কুয়াশার কারণে রাতের বেলায় ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলা চল করছে ধীর গতিতে। বুরো ও ইরি ধান আবাদের মৌসুম চলছে পুরোদমে। কিন্তু শীতের তীব্রতার কারণে সময় মতো কাজে যেতে পারছেন না কৃষক ও শ্রমজীবি মানুষেরা। দুপুরের আগে সূর্যের দেখা মিলছে না। রোদের দেখা মিললেও তাও থাকছে অল্প সময়। পাহাড়ী ও চা বাগানের শ্রমিকরা শীতের কারণে মারাত্মক দুর্ভোগে পড়েছেন। শীতের তীব্রতা থেকে বাঁচতে আঙিনায় আগুন জ্বালিয়ে রাখতে হচ্ছে। এদিকে হঠাৎ শীত বেড়ে যাওয়ায় শিশু এবং বয়স্ক মানুষ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতাল ও হাটবাজারের ফার্মেসীতে শিশু রোগীর উপস্থিতি বাড়ছে প্রতিনিয়ত। সর্দি, কাশি, শ্বাসকষ্ট রোগীর সংখ্যাধিক্য প্রবল। মাধবপুর উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন জানান, হঠাৎ শীত বেড়ে যাওয়ায় শিশু ও বয়স্কদের সর্দি কাশি ও শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত রোগ বালাই দেখা দিয়েছে। হাসপাতালে হঠাৎ এ জাতীয় রোগী বাড়ছে। সবাইকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। গরম কাপড় পরিধান, ঘরে থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছেন তিনি।