প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের নূরগাও নিবাসী, যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরী তালহা’র মাতা গত বৃহস্পতিবার রাত ১১.২০ মিনিটে বাধ্যক্যজনিত কারণে সিলেট শহরে উনার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি…….. রাজিউন। গতকাল শুক্রবার বাদ আছর নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের নূরগাও গ্রামে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উনার মৃত্যুতে, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, যুগ্ম আহব্বায়ক শিহাব আহমেদ চৌধুরী সহ, উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ পৃথক পৃথক বাণীতে, গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর, তিনি, ৪ পুত্র, ১ কন্যা, নাতি, নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগাহী রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সুশীল সমাজ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।