সংবাদদাতা ॥ হবিগঞ্জে করোনাভাইরাস ভ্যাকসিন এসে পৌঁছেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় ৬টি কার্টনে মোড়ানো ৭২ হাজার ডোজ ভ্যাকসিন এসে পৌঁছায়। ভ্যাকসিনগুলো কেজলা ইপিআই সেন্টারের আয়লারে সঠিক তাপমাত্রা দিয়ে সংরক্ষণ করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি টিকা প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে। ইতোমধ্যে ৭ হাজার ২শ’ জনের মধ্যে ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি নিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এসব তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক প্রথম ধাপে ফ্রন্ট লাইনের স্বাস্থ্যকর্মী, ডাক্তার, পুলিশ ও প্রশাসনের লোকদের মধ্যে করোনার টিকা প্রয়োগ করা হবে। পর্যায়ক্রমে তা সবার মধ্যে প্রয়োগ হবে। ভ্যাকসিনগুলো কড়া পুলিশি নিরাপত্তায় পৌঁছেছে। ভ্যাকসিনগুলো হস্তান্তর করা হয় সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমানের হাতে। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল প্রমুখ।