,

হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে বর্ধিত সভা ও জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ বার লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভা ও দোয়া মাহফিলের শুরুতে দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা জাতীয় ওলামা পার্টির আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন জিহাদী,কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু’র সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ
সভাপতি ও সদস্য সচিব জালাল উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুর, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শাহ আবুল খায়ের, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আবিদুর রহমান, কাপ্তান সারওয়ার, জাহাঙ্গীর আলম চৌধুরী, কদর আলী মোল্লা, সদস্য মীর জিয়াউল হক জিয়া, তাজ উদ্দিন আহমদ বাবুল, গাজী মিছবাহ উদ্দিন, কাজল আহমেদ, এডভোকেট শিবলী খায়ের, জয়নাল আবেদীন চৌধুরী,জালাল আহমেদ, আব্দুস সালাম মেম্বার, আবু তালেব, অলিউর রহমান সোহাগ, মখসুদ আলী মেম্বার, আব্দুল কাইয়ুম (১), মুহিত আহমেদ চৌধুরী, খলিলুর রহমান চৌধুরী দুদু মিয়া, মকসুদুজ্জামান খান, শাহজাহান তালুকদার, মনির হোসেন, এম এ কাইয়ুম, আ ক ম উস্তার মিয়া তালুকদার, এমরান মিয়া,ফকির কাউসার,আবু তাহের, হায়দর মিয়া, আব্দুল আউয়াল,নিজাম উদ্দিন সানু, মাসুক আহমেদ, ওয়াহাব মিয়া, মোতাব্বির হোসেন, ফারুক মিয়া, নাসির উদ্দিন, নুরুল হক তুহিন, আরশাদ হোসেন খান বিপলু, মতিউর রহমান, সৈয়দ আশরাফ, শেখ সামছুল ইসলাম প্রমুখ।বর্ধিত সভায় কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী আসন্ন হবিগঞ্জ পৌর সভা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও উমেদনগর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জালাল উদ্দীন খান এর নাম ঘোষণা করেন।


     এই বিভাগের আরো খবর