,

নবীগঞ্জের দিনারপুর কলেজে মতবিনিময় সভায় পাঠাগার স্থাপনে ড. রশিদের ১০ লক্ষ টাকার অনুদান ঘোষণা

এম. এ মুহিত ॥ নবীগঞ্জের দিনারপুর কলেজে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কলেজ হলরুমে কলেজ গভর্নিং বডির সভাপতি ডা: আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে ও কলেজের ইংরেজি প্রভাষক মোশাররফ মিঠুর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। এ ছাড়াও বক্তব্য রাখেন দিনারপুর কলেজে বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইমদাদুর রহমান মুকুল, ঢাকা শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রশিদ মিয়া, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী, মুক্তিযুদ্ধা কুরেশ আলী, উদ্যোক্তা সদস্য শফিউল আলম, ইউপি সদস্য গোলাম মর্তুজা স্বপন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তনুজ রায়। মত বিনিময় সভায় প্রধান অতিথি কলেজের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে ঢাকা শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের সহযোগী অধ্যাপক রামলোহ গ্রামের মরহুম আব্দুুর রহমানের ছেলে ড. আব্দুর রশিদ মিয়া কলেজে পাঠাগার স্থাপনের জন্য ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের ভূমি দাতা আঃ রউফ চৌধুরী, কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আজমান আলী, এলাইচ মিয়া, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাবের আহমেদ চৌধুরী, শাহ গোলাম ইজদানী শামীম, মোঃ জমশেদ আলী, শাহ জুবায়ের প্রমুখ।


     এই বিভাগের আরো খবর