,

মাধবপুর বাহাদুর হত্যা মামলা! এক বছরেও ধরা পড়েনি কোনো আসামী

জুুয়েল চৌধুরী ॥ মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের চাঞ্চল্যকর বাহাদুর হত্যা মামলা এক বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি। প্রকাশ্যে সকল আসামিরা ঘুরাফেরা করছে এবং মামলা তুলে নিতে বাদিকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বাদি মামলাটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। মামলার বাদি মুসলিম মিয়ার পুত্র হবিগঞ্জ জজকোর্টের আইনজীবি সহকারি জামাল হোসেন আইজি বরাবরে মাধবপুর থানার ওসি ও এসআই’র বিরুদ্ধে অভিযোগ করলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের ডিআইজিকে নির্দেশ দেয়া হয়। অভিযোগে জানা যায়, রাজাপুর গ্রামের মুসলিম মিয়ার পুত্র বাহাদুরকে প্রতিপরে লোকজন হত্যা করে। এ ঘটনায় নিহত বাহাদুরের বড় ভাই আইনজীবী সহকারি জামাল বাদী হয়ে একই গ্রামের দুলা মিয়ার পুত্র জিলু মিয়া, তার ভাই মিলন মিয়া, বাছির মিয়া, হেফজু মিয়া, নাজমুল মিয়া, আব্দুল হক, দুলা মিয়া ও আব্দুর রউফসহ ৮ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-জিআর ৭২/২০। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর গণ্যে রুজু করার জন্য মাধবপুর থানায় প্রেরণ করেন। মামলাটি রুজু হওয়ার পর প্রায় ১ বছর পেরিয়ে গেলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। তিনি আরও অভিযোগ করেন আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে ধরেনি। ফলে এক বছরেও বেশি সময় অতিবাহিত হয়েছে। এমনকি মামলাটি তুলে নিতে বাদিকে হুমকি দেয়া হয়। এ বিষয়ে পিআইবি হবিগঞ্জ এর ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, মামলাটি আমার কাছে এসেছে। আমি ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষি নিয়েছি। আসামিরা পলাতক থাকায় তাদেরকে ধরা সম্ভব হচ্ছে না। বাদি বলেন, আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে তাদের ধরা হচ্ছে না।


     এই বিভাগের আরো খবর