শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে যাত্রী বাস থেকে গাজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে চেকপোস্টে যাত্রীবাহী বাস অগ্রদূত পরিবহনে তল্লাশী চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন বাহুবল উপজেলার ভেড়াখাল গ্রামের মোঃ আজগর আলীর ছেলে মোঃ রুহুল আমিন (৩২) ও একই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আব্দুস ছত্তার (৫৪)। শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ মফিজুল হক ও মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।