,

৩১ অতিরিক্ত ডিআইজিকে বদলি ও পদায়ন

সময় ডেস্ক ॥ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩১ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনায় পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আব্দুল কুদ্দুছ আমিনকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে হাইওয়ে পুলিশে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে রাজশাহী রেঞ্জে, হাইওয়ে পুলিশের তানভীর হায়দার চৌধুরীকে ঢাকা সিআইডিতে এবং ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. মনির হোসেনকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সালমা বেগমকে পুলিশের এন্টি টেররিজম ইউনিট, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি শামীমা বেগমকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মজিদ আলীকে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম মোস্তাক আহমেদ খানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। এদিকে অতিরিক্ত ডিআইজি হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সদরদপ্তরের এআইজি (প্রশাসন) মো. মাসুদুর রহমানকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি ও ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার দায়িত্বে থাকা ওয়ালিদ হোসেনকে রংপুর রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার মহা. আশরাফুজ্জামানকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, ঢাকার নৌ-পুলিশের মো. মাহবুবুর রহমানকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, পুলিশের বিশেষ শাখার (এসবি) মো. আলমগীর আলমকে ঢাকা সিআইডিতে, সদ্য পদোন্নতি পাওয়া নৌ-পুলিশের মো. শফিকুল ইসলামকে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া সদ্য অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া মো. বরকতুল্লাহ খানকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, সারোয়ার মোর্শেদ শামীমকে পুলিশ সদরদপ্তরে, আবু রায়হান মুহাম্মদ সালেহকে ঢাকা মহানগর পুলিশে, মো. শামসুল আলমকে চট্টগ্রাম মহানগর পুলিশে, মো. নজরুল ইসলামকে খুলনা রেঞ্জে, মোহাম্মদ আবদুলল্গাহীল বাকীকে পুলিশ সদরদপ্তরে, মো. জামিল হাসানকে র্যা বে, সানা শামীনুর রহমানকে চট্টগ্রাম মহানগরে এবং মো. আতিকুর রহমানকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে। এ ছাড়া মো. মাহবুবুর রহমানকে ঢাকা রেঞ্জে, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার, মিয়া মাসুদ করিমকে পুলিশ সদরদপ্তরে, মো. মেহেদুল করিমকে রংপুর মহানগরে, মো. গিয়াস উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জে, নওরোজ হাসান তালুকদারকে সারদায় পুলিশ একাডেমিতে এবং মোহাম্মদ এনামুল হককে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর