,

আজমিরীগঞ্জে ৫৪ পিস ইয়াবা সহ যুবক আটক

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে নিষিদ্ধ মরণনেশা ইয়াবা সহ নাসির উদ্দীন মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে আজমিরীগঞ্জ পুলিশ। গত মঙ্গলবার উপজেলার শিবপাশা ফাঁড়ির এস আই শাহ আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার শিবপাশা ইউনিয়নের (পশ্চিমবাগ) গ্রামের মৃত রাহাত উল্লা ছেলে
নাসির উদ্দীন মিয়া কে ৫৪পিস ইয়াবাসহ আটক করে। সুত্রে জানাযায়, উপজেলার বিভিন্ন স্থনে কয়েকটি সংঘবদ্ধ চক্র জেলার বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ মরণনেশা ইয়াবার ব্যবসা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশার পুলিশ ফাঁড়ির এস আই শাহ আলম এর নেতৃত্বে পুলিশের একটি দল মাদক ব্যাবসায়ী নাসির উদ্দীন কে মোটরসাইকেল যোগে পাচার করার সময় আটক করেন। এ সময় তার দেহ তল্লাশী করে ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসমীকে জিজ্ঞাসাবাদে সে জানায় তার সাথে আরো দুজন জরিত। পুলিশের খবর শুনেই তারা পালিয়ে যায়। পলাতক ইয়াবা ব্যবসায়ীরা হলো হাফিজুর মিয়া, আর একজন হলেন মুন্না মিয়া। নাসির উদ্দীন কে গ্রেফতার করার পরে আজমিরীগঞ্জ থানায় প্রেরণ করেন ফাড়ী পুলিশ। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটক নাসির উদ্দীন এর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে ।আজমিরীগঞ্জে ৫৪ পিস
ইয়াবা সহ যুবক আটক


     এই বিভাগের আরো খবর