,

নবীগঞ্জের মাহফিকে কেন্দ্র করে সংঘর্ষের আশংকা! ৪৮ ঘন্টার জন্য ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরস্থ হাজারী কমিউনিটি সেন্টার সংলগ মাঠে ৪৮ ঘন্টার জন্য ১৪৪ ধারা জারি করেছেন নবীগঞ্জ উপজেলা প্রশাসন। ফলে আজ শুক্রবার বাদ আছর থেকে আয়োজিত সুন্নী মহা সম্মেলন ভন্ডুল হয়ে গেল। সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরস্থ হাজারী কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে প্রতি বছরের ন্যায় ছালামতপুর যুবসংঘের উদ্যোগে ২৩তম ঐতিহাসিক ইসলামী সুন্নী মহা সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সুন্নী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দেশের আলোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্-তাহেরীসহ খ্যাতমান উলামায়ে কেরামগণ বয়ান করার কথা। মাহফিলকে ঘিরে বিশাল প্যান্ডেলের কাজ সম্পন্ন করে আয়োজক কমিটি। কিন্তু মাহফিলের পোষ্টারে গ্রামবাসীর অগোচরে সহ-সভাপতি হিসেবে বর্তমান কাউন্সিলরের নাম পাশ কাটিয়ে সাবেক কাউন্সিলর রুহুল আমীন রফুর নাম লেখাকে করে আয়োজকদেও মধ্যে বিভক্তি দেখা দেয়। গ্রামের সিংহভাগ লোকের দাবী সহ সভাপতি হিসেবে রুহুল আমীন রফুর নাম পোষ্টারে আসার ব্যাপারে তাদের অনীহা। বিষয়টি নিয়ে বুধবার রাতে নবীগঞ্জ থানায় দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসেন পুলিশ। এতে কোন সুরাহা হয়নি। এনিয়ে দুই পরে মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। যেকোন সময় বড় ধরণের দাঙ্গা-হাঙ্গামা সংঘঠিত হওয়ার আশংকা দেখা দেয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে গেলে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সরজমিন গিয়ে এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকা থাকায় ওই এলাকায় শান্তি-শৃংখলা বজায় রাখার লক্ষে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী হাজারী কমিউনিটি সেন্টার এর মাঠ ও মাঠ সংলগ্ন এলাকা ও পাশ্ববর্তী ৫০০ গজের মধ্যে ৪ ফেব্রুয়ারি সন্ধা ৬টা থেকে ৬ ফেব্রুয়ারি সন্ধা ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টা মাইকিং, পিকেটিং, কোন প্রকার যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ উচ্চারণ বন্ধসহ ৫ বা ততোধিক লোকের সমাবেশ নিষিদ্ধ করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।নবীগঞ্জের মাহফিকে কেন্দ্র
করে সংঘর্ষের আশংকা!


     এই বিভাগের আরো খবর