সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ৩ বছর যাবত জমি জবর দখল করে সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন জমির মালিক আঈদ
আলী। এতে প্রতিবাদ করায় জমির মালিককে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষের লোক রুবেল মিয়া গং। উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাণীগাঁও ও রামপুর গ্রামে এ হুমকির এ ঘটনা ঘটে। আঈদ আলী জানান, সৈয়দপুর মৌজান্থ এক দাগে তার বাবার ৮৯ শতাংশ জমি ছিল বর্তমানেও আছে। এই জমি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক হয়েছে। সেখানে সালিশ বৈঠকের বিচারকরা উভয় পরে কাগজপত্রাদী দেখে জমির মালিক আঈদ আলী মিয়ার পইে রায় দেন। কিন্তু রুবেল গংরা গ্রাম্য সালিশ বৈঠকে বিচারকদের কথা মানে না পরে জমি আর ফেরত দেননা। তার রয়েছে মাধর বাহিনী। তার ভয়ে মুখ খুলতেও পারেন না আঈদ আলী। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতে যেতে হবে। যেহেতু ব্যক্তিগত বিষয়।