প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশের অন্যতম বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের সামনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা, বৃক্ষরোপন ও কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উৎসর্গ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ইয়াছিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হেলাল উদ্দিন আহমেদ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মজনু আলম তুহিন, হাবিবুর রহমান আদেল, সাইদুর রহমান রায়হান, ইসমাইল, এ.আর তরফদার হৃদয়, ফরহাদসহ বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবীগণ। এতে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সুলতান মাহমুদ বলেন, ‘উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের একটি বৃহত্তম সংগঠন। মানবসেবায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যা খুবই প্রশংসনীয়। সংগঠনের সভাপতি ছোট ভাই ইয়াছিন আহমেদের সর্ব চেষ্টায় আমি এ সংগঠনের সাথে জড়িত হতে পেরে নিজেকে গর্ব বোধ করছি। ভালো কাজের মাধ্যমে সমাজে মর্যাদাশীল মানুষ হওয়া যায়। আমি মনে করি যারা ওই সংগঠনের সাথে জড়িত থেকে রক্তদান, বৃক্ষরোপন ও শীতবস্ত্র বিতরণসহ মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন তারা একদিন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে সমাজে গড়ে উঠবে। আমি সংগঠনের সকল সদস্যের মঙ্গল কামনা করি’।