,

হবিগঞ্জে ২ নারীসহ ৭জন পেলেন সেরা করদাতার সম্মাননা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ২ নারীসহ সেরা করদাতার সম্মাননা পেলেন ৭ জনকে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ কর অফিসে আয়োজিত আলোচনা সভায় হবিগঞ্জ কর অঞ্চলের সহকারী কর কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও কর পরিদর্শক মো. শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কর কমিশনার মীর আজম আলী, হবিগঞ্জ আয়কর আইনজীবী সমিতির সভাপতি নলিনী কান্ত রায় নিরু, তরুণ আয়কর আইনজীবী মো. মোস্তফা মিয়াসহ আয়কর কর্মকর্তা কর্মচারী ও আইনজীবিবৃন্দ। তিন ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২০১৯-২০২০ করবর্ষে তরুণ করদাতা রাজীব কুমার দাস, সর্বোচ্চ মহিলা করদাতা মাধবী লতা পাল, দীর্ঘসময় ধরে কর দেওয়ায় এম ওয়াহিদুল হক, নাসির উদ্দিন ও সর্বোচ্চ কর দেওয়ায় মিজানুর রহমান শামীম, মো আহসান কবির, ও মোছাঃ সাইদাতুননেছাকে সম্মাননা দেওয়া হয়। সভাপতির বক্তব্যে সহকারী কর কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক সেরা করদাতাদের অভিনন্দন এবং সবাইকে সঠিক সময়ের মধ্যে কর প্রদান করার আহ্বান জানান এবং কর বিষয়ে যেকোন পরামর্শ জন্য অফিসে যোগাযোগ করার অনুরোধ জানান ।


     এই বিভাগের আরো খবর