হবিগঞ্জ প্রতিনিধি ॥ রাতের আঁধারে শীতবস্ত্র নিয়ে ছুটেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম বার। শুক্রবার রাতে নিজের এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে শহরের বগলা বাজার এলাকায় শীতবস্ত্র হিসেবে বিতরণের জন্য ছুটে যান তিনি। সেখানে অন্তত ৫০ জন দরিদ্র মানুষের
মাঝে কম্বল বিতরণ করেন। এদিকে রাতের আঁধারে পুলিশ সুপারকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে হয়ে পড়েন দরিদ্র মানুষগুলো। কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, শিল্পপতি সৈয়দ আবু সালেহ মান্না, সমাজসেবা কর্মকর্তা একেএম সাইফুল ইসলাম, মোহাম্মদী স্বর্ণ শিল্পালয়ের স্বত্বাধিকারী জাকি আল-তানি প্রমূখ।