,

হবিগঞ্জে আন্তঃজেলা ডাকাত আটক

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সুহেল রানা (২৮) কে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করলে সে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর থানার একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই গ্রামের আব্দুস সহিদের পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। সম্প্রতি বাড়িতে এলে সদর থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে ডাকাতির কথা স্বীকার করে। পরে তাকে কারাগারে প্রেরন করা হয়।


     এই বিভাগের আরো খবর