,

বাহুবলে সড়ক দুর্ঘটনায় আহত ২

জুবায়ের আহমেদ ॥ বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পুটিজুরী ব্রিজের উপর বাস চাপায় নসিমন চালক সহ দু’জন আহত হয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার পুটিজুরী বাজারের ব্রিজের উপর। জানা যায়, বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের তেলিকান্দী গ্রামের মৃত মনির মিয়ার ছেলে ব্যবসায়ী মোঃ ছালেক মিয়া(৪০) উপজেলার কল্যানপুর গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে সাহেদ মিয়ার নসিমন যুগে নিজের মালামাল নিয়ে দ্বিগাম্বর বাজারে যাচ্ছিলেন, এসময় সিলেট থেকে চেড়ে আসা মিতালী পরিবহনের একটি বাস নসিমনকে চাপা দিয়ে দ্রুত চলে যায়, এসময় নসিমন চালক সাহেদ মিয়া ও ব্যবসায়ী ছালেক মিয়া আহত হন। এসময় পথচারী লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেদ মিয়াকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়, ব্যবসায়ী ছালেক মিয়ার অবস্থা আশংকাজনক হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর