মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনের অপরাধে এক ব্যাক্তি কে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার বিকেলে সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ মাধবপুর- মনতলা সড়কের শ্যাওলিয়া ব্রীজের নিকট থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের অপরাধে এক ব্যাক্তি কে ১লক্ষ টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার(ভুমি)মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ সত্যতা নিশ্চিত করে বলেন অনুমোদন বিহীন ভাবে মাটি ও বালু উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।